Howrah Bridge Stunned by tribal procession, office passengers in trouble

সাত সকালে আদিবাসী মিছিলে স্তব্ধ হাওড়া ব্রিজ।শনিবার সাত সকালে অফিস টাইমে ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী সংগঠনের ডাকে বিভিন্ন জেলা ও রাজ্য থেকে কলকাতা স্তব্ধ করে দেয় এই আদিবাসী সংগঠনের মিছিল। সমস্ত বাস অফিস টাইমে শাড়ি শাড়ি দিয়ে দাঁড়িয়ে থাকে হাওড়ার ব্রিজের উপর। 

আদিবাসীদের যে এই মিছিল রয়েছে সেই ব্যাপারে পুলিশ প্রশাসন আগে থেকে কোনরকম কেন ব্যবস্থা নেওয়া হয়নি এমনটাই এই প্রশ্ন এখন করেন অফিস যাত্রীরা। কারণ, নিত্যযাত্রীদের একটাই লক্ষ্য অফিস যাওয়া। তাঁরা হাওড়ার ব্রিজ হেঁটে তারা অফিস যান। শুধু তাই নয় এর মধ্যে দেখা যায় লঞ্চঘাটে হুড়োহুড়ি পড়ে গেছে লঞ্চে করে তারা অফিস যাবে বলে। কিন্তু সেখানেও দেখা যায় এই হুড়োহুড়ির মধ্যে দুজন মহিলা আহত হন ওই লঞ্চঘাটে ভিড়ে চাপে।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.