Prof. Nirmal Chandra Roy, the newly elected MLA of Dhupaguri, left home for Kolkata early on Friday to take oath as an MLA

সময় শিলিগুড়ি, ধূপগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ অবশেষে বিধায়ক হিসেবে শপথ নিতে শুক্রবার ভোরে বাড়ি থেকে কোলকাতার উদ্দেশে রওনা দিলেন ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়। এদিন ধূপগুড়ি শহর সংলগ্ন পূর্ব মাগুরমারির নিজের বাসভবন থেকে পরিবারের সদস্যদের নিয়ে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। সেখান থেকেই সকাল ১০.১৫ এর বিমান ধরে কলকাতায় যাবেন বিধায়ক। আগামীকাল শনিবার বিকেলে নবনির্বাচিত ধূপগুড়ির এই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা।

উল্লেখ্য ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে নির্মলচন্দ্র রায় জয়ী হওয়ার পর ২০ দিন পেরিয়ে গেলেও রাজ্য এবং রাজ্যপালের সংঘাতে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে শুরু হয় জটিলতা। তবে শেষমেষ সমস্ত রকম জটিলতা কাটিয়ে আগামীকাল অর্থাৎ শনিবার হতে যাচ্ছে নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান। বৃহস্পতিবারই রাজভবন এবং পরিষদীয় মন্ত্রীর তরফ থেকে কলকাতায় যাওয়ার জন্য আমন্ত্রণ পান নির্মল বাবু। আর এরপর থেকে শুরু হয় কলকাতায় যাওয়ার তোড়জোড়। শুক্রবার ভোরে ধূপগুড়ি থেকে রওনা হবার সময় অল্প কথায় নির্মল বাবু বলেন, "শপথ নিতেই কোলকাতা যাচ্ছি।"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.