সময় শিলিগুড়ি, ধূপগুড়ি, ০৮ অক্টোবর: বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল ধূপগুড়ি হাসপাতাল। হাসপাতালের মিটার বক্সের বিদ্যুৎ সরবরাহ স্থান থেকে আচমকাই আগুনের ফুলকি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। তড়িঘড়ি অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন হাসপাতালে কর্মী এবং রোগীর আত্মীয়রা।রবিবার দুপুরে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের বিদ্যুতের মিটারের মধ্য আচমকাই আগুন লেগে যায়।বিদ্যুতের মিটার থেকে আগুনের ফুলকি বের হতে থাকে।মুহূর্তের মধ্যে গোটা হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।রোগী থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসক, নার্স, রোগীর আত্মীয়রা আতঙ্কিত হয়ে পড়ে।হাসপাতাল উপস্থিত এক রোগীর পরিজন বিদ্যুতের পরিষেবা বন্ধ করে দিলে আগুন নিভে যায়।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন।যদিও দমকল পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।পাশাপাশি হাসপাতালে উপস্থিত হয় বিদ্যুৎ দফতরের কর্মীরা।দমকল কর্মী ও বিদ্যুত দফতরের কর্মীরা সমস্ত কিছু খতিয়ে দেখেন। হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বহু পুরনো সেজন্য মাঝেমধ্যেই শর্ট সার্কিট দেখা যায়। তবে এদিন হাসপাতাল কর্মী ও রোগীর আত্মীয়দের তৎপরতায় বড়সড়ো অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল।
এবিষয়ে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী বলেন, বিদ্যুতের মিটারে আগুন লেগে যায়।কিছু সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়।এই সমস্যা মাঝে মধ্যেই হয়ে থাকে।বিষয়টি নিয়ে একাধিক বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমি আবারো জানাবো যাতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে সমস্যার স্থায়ী সমাধান করা যায়।