গত বছর কার্নিভালের দিন বৃষ্টি হওয়ায় কিছুটা নিরাশ হতে হয়েছিল শহরবাসী। তবুও কয়েক হাজার মানুষ হিলকার্ট রোডে ভিড় করেছিলেন কার্নিভাল দেখার জন্য। জানা গিয়েছে এ বছর ১০ টি ক্লাব অংশ নিচ্ছে এই কার্নিভালে। হাশমি চক থেকে শুরু হবে কার্নিভালের শোভাযাত্রা। এরপর মহাত্মা গান্ধী মোড়ে প্রতিটি ক্লাবের তরফে ১০ মিনিটের অনুষ্ঠান হবে। সেখান থেকে প্রতিমা ঘাটে নিরঞ্জনের জন্য চলে যাবে। আগামীকাল বিকেল ৫ টা থেকে কার্নিভাল শুরু হবে। হিলকার্ট রোড, মহাত্মা গান্ধী মোড়ে কার্নিভাল দেখতে পারবেন শহরবাসী।
Durga Puja Carnival is going to be organized in Siliguri tomorrow. Mayor Gautam Dev inspects the preparations.
0
October 25, 2023
সময় শিলিগুড়ি, শিলিগুড়ি, ২৫ অক্টোবরঃ শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে আগামীকাল শিলিগুড়িতে আয়োজিত হতে যাচ্ছে দূর্গা পূজা কার্নিভাল। গত বছরের মতো এ বছরও বড় করে কার্নিভাল হচ্ছে শিলিগুড়িতে। তাই কার্নিভালের আগে আজ মহাত্মা গান্ধী মোড়, লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট পরিদর্শনে যান মেয়র গৌতম দেব। সেখানে ঘুরে দেখেন কার্নিভালের প্রস্তুতি।