Trinamool protest march was held at Dinhata

সময় শিলিগুড়ি, দিনহাটা, ২৭ অক্টোবরঃ দিনহাটায় তৃনমূলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। শুক্রবার সন্ধ্যা পাচটা নাগাদ এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মূলত রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস নেতা-মন্ত্রীদের বাড়িতে কখনো ED কখনো সিবিআই তদন্তের নামে হয়রানির অভিযোগে দিনহাটা শহরে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল কংগ্রেস। এদিন দিনহাটা শহরের সংহতি ময়দান থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়ে দিনহাটা পাঁচমাথা মোড় পর্যন্ত গিয়ে আবারো সংহতি ময়দানে ফিরে এসে শেষ হয়। এই মিছিলে নেতৃত্ব দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা দুই ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্য, সহ সভাপতি আব্দুল সাত্তার, সায়ন্তন গুহ,  পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেস্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী,বিশু ধর,মৌমিতা ভট্টাচার্য সহ অনেকেই।

 এদিনের এই প্রতিবাদ মিছিল নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন রাজ্যজুড়ে বেছে বেছে তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদের বাড়িতে চক্রান্ত করে কখনো ED কখনো সিবিআই তদন্তের নামে হয়রানি করছে। সামান্য অভিযোগ পেলেই বিরোধীদের সিবিআই ও ED দিয়ে গ্রেফতার করিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে। তিনি আরও বলেন আমি যদি বলি প্রধানমন্ত্রী দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাহলে সিবিআই, ED কি তাকে গ্রেফতার করবে! করবে না, কিন্তু তৃণমূল নেতা মন্ত্রীদের চক্রান্ত করে গ্রেফতার করা হচ্ছে। যেমন জ্যোতিপ্রিয় মল্লিককে আজ ভোরে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.