সময় শিলিগুড়ি, শিলিগুড়িঃ একদিকে শিলিগুড়িতে কুকুর শাবককে মেরে ফেলার ঘটনাতে নিন্দার ঝড়।সেসময় ফুলবাড়ীতে ধরা পড়লো ভিন্ন চিত্র।৯টি ছানার জন্ম দিয়েই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারায় মা পথ কুকুর।সেই ছানাগুলিকে এক মাস থেকে প্রতিদিন খাবার খাইয়ে যত্ন করে আসছেন ভিন রাজ্যের এক ট্রাক চালক।ফুলবাড়ি বাইপাস ট্রাক টার্মিনাসে নিজের ট্রাক পার্কিংয়ে ফেলে রেখে ওই শাবকগুলোকে যত্ন করে যাচ্ছেন। বাঁচিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ওই ভিন রাজ্যের ট্রাক ড্রাইভার সুনীল কাপুরী সে গুজরাটের বাসিন্দা।জানা গিয়েছে,একমাস আগে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বাইপাস ট্রাক টার্মিনাসে নয়টি কুকুরছানার জন্ম হয়। জন্মের পরেই পথ দুর্ঘটনায় মারা যায় মা কুকুর টি।সেই থেকেই কুকুর ছানাগুলির দেখাশোনা শুরু করেন তিনি।প্রতিদিন দুধ ও বিস্কুট কিনে কুকুর ছানাগুলিকে এক মাস ধরে খাইয়ে আসছেন সুনীল কাপুরী। শুধু তাই নয়, নিজে নিরামিশভোজী হয়েও ওই কুকুর ছানাদের জন্য মাংস কিনে তা সেদ্ধ করে খাওয়ান।দিনে দুবার এভাবেই খাইয়ে আসছেন তিনি। এদিনের সুনীল কাপুরী জানান, শীতের রাতে যাতে কুকুর ছানাগুলির কষ্ট না হয় সেজন্য খড়, কাপড় ও বাক্স দিয়ে থাকার ঘরও বানিয়ে দিয়েছেন।অন্যদিকে তার এই মানবিকতা দেখে সাধুবাদ জানিয়েছেন অনেকে।