সময় শিলিগুড়ি, নকশালবাড়ি, ১৯ নভেম্বরঃ নকশালবাড়ির এক সরকারি ব্যাঙ্কের এটিএম লুঠের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ধৃত যুবক সেনাবাহিনীর কর্মী। ধৃতের নাম রিশব প্রধান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে নকশালবাড়ি বাজারে এক সরকারি ব্যাঙ্কের এটিএম থেকে সাইরেনের আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। এরপর এটিএম মেশিনের দরজা খোলা অবস্থায় যুবককে আটক করে পুলিশ।পুলিশের অনুমান মেশিন থেকে টাকা বের করার পরিকল্পনা ছিল ধৃতের। ঘটনাস্থল থেকে পাথর উদ্ধার করা হয়েছে।
আজ ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে এটিএম লুঠের অভিযোগ দায়ের করা হয় নকশালবাড়ি থানায়।জানা গিয়েছে, ধৃত যুবক গোর্খা রেজিমেন্টের সঙ্গে যুক্ত ছিল। ধৃত যুবক মদ্যপ অবস্থায় এই কাজ করেছে বলে পুলিশ সূত্রে খবর।