সময় শিলিগুড়ি, ধূপগুড়িঃ ভিন রাজ্যের আলুবীজের উপর কৃষকের নির্ভরশীলতা কমাতে প্রযুক্তিগত সহায়তায় ও অনুমোদনে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ বাংলার হাইটৈক বীজ আলু বঙ্গশ্রীর স্টলের উদ্বোধন হল ধূপগুড়িতে।
বুধবার ধূপগুড়ি শহরের ফালাকাটা রোডে বঙ্গশ্রী স্টলের উদ্বোধন করা হয়।চড়া দামে আলু বীজ কিনতে গিয়ে চাষীদের যেমন হিমশিম খেতে হয়,তেমনি অনেক অসাধু ব্যবসায়ীর জন্য নিম্নমানের আলুবীজ কিনে আলুতে পচন ধরে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে কৃষকদের।সেই সাথে রোগ পোকার আক্রমণ তো রয়েছেই, ঋণ নিয়ে আলু চাষ করে বিপাকে পড়তে হয় কৃষকদের।তাই আলু চাষীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল কৃষি দপ্তর।আলু চাষীদের চিন্তামুক্ত করতে কৃষি দপ্তরের তরফে হাইটেক পদ্ধতিতে উন্নত মানের আলু বীজ তৈরি করা হয়েছে।উন্নতমানের সেই আলু বীজ সস্তায় আলু চাষীদের হাতে তুলে দিতে জলপাইগুড়ির কৃষি দফতর নতুন উদ্যোগ নিয়েছে। কৃষকদের কথা মাথায় রেখে তারা এবছর জেলা জুড়েই বিভিন্ন জায়গায় তৈরি করছে ন্যায্য মূল্যের আলু বীজের স্টল। যেখানে বাইরে বীজের দাম অনেকটাই বেশি সেখানে কৃষি দপ্তর আলুবীজ বিক্রয় করবে ১৫০০ টাকার মধ্যে সমস্ত প্রজাতির আলুর বীজ পাওয়া যাবে।অপেক্ষা করে থাকতে হবে না পাঞ্জাব বা ভিন রাজ্যের আলুর বীজের উপরে। এই রাজ্যের বীজ দিয়েও ভালো ফলন মিলবে এমনটাই আশা করছে কৃষি দপ্তরের।
এদিনের এই বঙ্গশ্রী স্টলে উদ্বোধন উপস্থিত ছিলেন উপ কৃষি অধিকর্তা বৃন্দাবন চন্দ্র রায়, ধূপগুড়ি সহ কৃষি অধিকর্তা তিলক বর্মন, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর সহ অনেকে।