সময় শিলিগুড়ি, শিলিগুড়িঃ ফের অবৈধ নির্মাণ ভাঙতে তৎপর শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ি শহর জুড়ে ক্রমশই ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠছে একাধিক অবৈধ নির্মাণ। বৃহস্পতিবার আবারও একটি অবৈধ নির্মাণ ভাঙতে তৎপর হল শিলিগুড়ি পুরনিগম।
শিলিগুড়ি পুরনিগমের ১১ নম্বর ওয়ার্ড সংলগ্ন ক্ষুদিরাম পল্লী এলাকায় একটি অবৈধ নির্মাণ নজরে আসে শিলিগুড়ি পুরনিগমের। পুরনিগমের তরফে অভিযোগ দীর্ঘদিন ধরে মালিক পক্ষকে নোটিশ দেয়া হলেও কর্ণপাত করেননি তারা। তাই এই পদক্ষেপ বলে জানান পুর অধিকর্তারা। পুর আধিকারিকেরা জানান বসবাসের গ্রহণযোগ্য আবাসিক প্রতিষ্ঠানকে ব্যবসার কাজে লাগানো হয়েছে তাছাড়া বাড়ির প্রথম ও দ্বিতীয় তলা বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছিল উপর তলায় টিনের স্ট্রাকচার ও তৈরি করা হয়। এদিন বুলডোজার দিয়ে এবং গ্যাস কাটার দিয়ে বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেললেন শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকেরা। পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সেদিকে নজর রেখেই মোতায়ন করা হয়েছিল পুলিশ বাহিনী। এদিন পুরনিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসামঞ্জ্য ব্যানার্জী জানান, এই ধরনের অবৈধ কাজকর্ম একেবারেই বরদাস্ত করবে না শিলিগুড়ি পুরনিগম আর তার জন্য বারংবার শহর জুড়ে একাধিকবার অভিযান চলবে বলেও জানান তিনি।