The Kamalpur Ganga Ghat caused a sensation due to the allegations of not doing the work of damming the Ganges properly.

সময় শিলিগুড়ি, সামশেরগঞ্জ, ১৫ নভেম্বরঃ সামশেরগঞ্জ ব্লকের নিমতিতা অঞ্চলের কামালপুর গঙ্গার ঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঙ্গা বাঁধনের কাজ ফের শুরু হল। সামশেরগঞ্জের একাধিক গ্রাম এবং ধানের জমি চলে গেছে গঙ্গার কবলে। বহু বছর ধরে নিমতিতা এলাকার মানুষ দুর্ভোগে এবং আতঙ্কিত হয়ে থাকেন এই গঙ্গা ভাঙনের কবলের জন্য। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে রাজ্য সরকার গঙ্গা বাঁধনের কাজ শুরু করল।
বুধবার সকালে সামশেরগঞ্জ ব্লকের কামালপুর গঙ্গা ঘাটে বাঁধন রোধে কাজ শুরু হওয়ায় এলাকার মানুষ আনন্দিত হয়ে গঙ্গার বাঁধনের কাজ দেখতে যায়। গিয়ে দেখেন গঙ্গা বাঁধনের কাজ যে কন্ডাক্টর পেয়েছেন তিনি তার ইচ্ছামত কাজ করছেন। সঠিকভাবে বাঁধনের কাজ যেখানে করার দরকার সেখানে না করে যেখানে দরকার নেই সেখানে কাজ করছে। ইঞ্জিনিয়ার কোনরকম কাজের শিডিউল না টাঙিয়ে কাজ করে চলছে। যা ঘিরে ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গঙ্গা পাড়ের এলাকাবাসীদের মধ্যে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.