The people of Kaliaganj got involved in Chhat Puja

সময় শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, ১৯ নভেম্বরঃ ষষ্ঠির মহালগ্নে ছট পূজোয় মেতে উঠলো বিহারী সম্প্রদায়ের মানুষের সাথে সাথে আপামর বাঙালী। আপামর মানুষ উৎসব প্রেমী।যেকোন উৎসবেই মেতে উঠে।দূর্গা পূজা ও কালি পূজার রেশ কাটিয়ে এবারে ছট পূজায় মেতে উঠলো রবিবার বিকালে। এই পূজা আগে হিন্দী ভাষী মানুষদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখোন আর নেই। এখোন সব সম্প্রদায়ের মানুষ ছট পূজায় মেতে উঠে। সেই মতে উত্তর দিনাজপুর  জেলার কালিয়াগঞ্জে কোন স্থানেই ছট পূজা ব্রততে খামতি নেই।
 ছট পূজা কালি পূজার আমাবস্যার পরে ষষ্ঠীতে পূজা হয় নদীতে নেমে অস্তগামী সূর্য ও উদীয়মান সূর্যকে অর্ঘ দিয়ে। তাই এই পূজাকে ছট পূজা বলা হয়।এই পূজায় বিভিন্ন ধরনের সামগ্রী লাগে যেমন কয়েক প্রকার ফল সহ পূজার প্রধান ভোগ হল ঠেকুয়া। রবিবার অস্তগামী সূর্য ও সোমবার উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিয়ে ব্রত করে এই পূজা শেষ করবে। 
কালিয়াগঞ্জের শ্রীমতি নদী সহ বিভিন্ন পুকুরে ছট পূজা হয়ে থাকে। কালিয়াগঞ্জ ব্লকে মোট ২২ টি স্থানে ছট পূজার আয়োজন করা হয়। তার মধ্যে শ্রীমতি নদীর ছট পূজা মানুষের সমাগম হয়। এই পূজাকে কেন্দ্র করে মানুষের ঢল নামে প্রতিটি ঘাটে। কোন প্রকার অপ্রীতকর না ঘটে সেই কারনে কালিয়াগঞ্জ পৌরসভা ও পুলিশ প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে শ্রীমতি নদীতে স্প্রিড বোর্ড নামানো হয়েছে,  নৌকার মাধ্যমে নজর দাড়ি রাখা হচ্ছে, পাশাপাশি প্রচুর পুলিশ মতায়ন করা হয়েছে সমস্ত ছট ঘাট গুলিতে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.