Bangladeshi criminal dies in Malda BSF firing.

সময় শিলিগুড়ি, মালদা, ৩ ডিসেম্বরঃ মালদায় বিএসএফের গুলিতে বাংলাদেশি দুষ্কৃতীর মৃত্যু। গভীর রাতে চোরা চালানোর সময় বিএসএফের গুলি। মালদহের হবিবপুরের জাজইল পঞ্চায়েতের ভবানীপুর সীমান্তচৌকি এলাকার ঘটনা। 

জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ ওই এলাকায় গরু পাচারের চেষ্টা চালাচ্ছিল বাংলাদেশী দুষ্কৃতীরা। পাচারকারীরা সংখ্যায় ছিল ২৫ থেকে ৩০ জন। কর্তব্যরত বিএসএফ তাদের চ্যালেঞ্জ করলে দুষ্কৃতীরা বিএসএফের ওপর হামলার চেষ্টা করে। সেইসময় বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়। জানাগিয়েছে, মৃত রোজিম শেখ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা এলাকার বাসিন্দা। খবর পেয়ে এলাকায় যায় হবিবপুর থানার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অন্যান্য দুষ্কৃতীরা অবশ্য পালিয়ে যায়। ঘটনার জেরে ওই সীমান্ত এলাকায় বিএসএফের পাহারা আরও জোরদার করা হচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.