Environment being polluted by petrol and diesel vehicles, youth promote cycling as solution.

সময় শিলিগুড়ি, ডুয়ার্স, ২ ডিসেম্বরঃ দিনের পর দিন পেট্রোল ও ডিজেল চালিত যানবাহনের দ্বারা পরিবেশ দূষিত হচ্ছে। তার প্রভাব পড়ছে জলস্তরে। এই পরিস্থিতি চলতেই থাকলে আগামীতে মানব কুল সমস্যায় পড়বে। এর প্রতিকার হিসাবে সকলকে সাইকেলিং করতে হবে। এই বার্তা ছড়িয়ে দিতে ভারতের ২৯ টি রাজ্যে সাইকেল নিয়ে প্রচার করছে এক যুবক। উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকার বছর ২২ এর যুবক মানন্দ্র কুমার এই প্রচার করছে। ইতিমধ্যে সে উত্তরপ্রদেশ সহ হিমাচল প্রদেশ, বিহার, সিকিম ঘুরে এসেছে। শনিবার ডুয়ার্সের পথ ধরে আসামে যাচ্ছে সে। কথাপ্রসঙ্গে ওই যুবক জানান, বর্তমানে মানুষ যাতায়াতের জন্য অত্যধিক হারে পেট্রোল ও ডিজেল চালিত যানবাহনের ব্যবহার করছে। যার ফলে বায়ু দূষণ হচ্ছে। এর প্রভাব পড়ছে জলস্তর ও পরিবেশের উপরে। এর প্রতিকার হিসেবে মানুষকে বেশি করে যানবাহনের বদলে সাইকেলিং করা দরকার। সাইকেলিং করলে নিজের শরীর যেমন ঠিকঠাক থাকবে তেমনি পরিবেশেরও কোনো ক্ষতি হবে না। মানুষের মধ্যে সাইকেলিং এর বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই আমি দেশব্যাপী সাইকেলিং করার সিদ্ধান্ত নিয়েছি। সাইকেলের মধ্যেই যাবতীয় সামগ্রী ও আছে। যাওয়ার পথে যেখানেই রাত হচ্ছে সেখানেই টেন্ট করে ঘুমিয়ে পড়ছি। বহু মানুষ আমাকে এতে সাহায্য করছে ও উৎসাহ জোগাচ্ছে। দেশের ২৯ টি রাজ্যেই সাইকেল চালিয়ে এই বার্তা ছড়িয়ে দেওয়ার ইচ্ছে রয়েছে। যুবকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.