জানা গিয়েছে,শুক্রবার রাতে এনজেপি সংলগ্ন ফুলেশ্বরী দিক থেকে এনজেপি আসার পথে একটি চার চাকার গাড়ি বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ফলে রাস্তায় থাকা বেশ কয়েক জনকে ধাক্কা মারে। যার ফলে রাস্তায় থাকা বেশ কয়েক জন যুবক গুরুত্ব ভাবে আহত হন। এরপরই স্থানীয়দের সহযোগিতায় আহতদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের নাম আনন্দ দাস, অভিজিৎ সরকার, রেখা রায়, মনোব অধিকারী, তারা সকলেই ওই এলাকার স্থানীয়বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে একটি চার চাকা গাড়ি ফুলেশ্বরী দিক থেকে এনজেপি দিকে যাবার পথে হঠাৎটি রাস্তায় থাকা স্থানীয় বেশ কয়েক জন যুবক কে সজোরে ধাক্কা মারে। ঘটনার পরই রাস্তায় থাকা বেশ কিছু মানুষ গাড়িটি কে থামিয়ে গাড়ির চালক ও গাড়ি তে থাকা অপর ব্যাক্তি মারধোর করে যদিও তারা সেখান পালাতে সক্ষম হন। এদিকে বেশ কিছু মানুষ এমন ঘটনায় গাড়িটি কে ভাঙচুর চালায়। পরবর্তীতে ঘটনার খবর ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ পৌঁছে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে ঘটনার খবর পেয়েই স্থানীয় কাউন্সিলর শম্পা নন্দী শিলিগুড়ি জেলা হাসপাতালে পৌঁছায়।এদিন তিনি বলেন, এই ভাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা করে সুস্থ হয়ে উঠুক পুলিশকে ঘটনার বিষয়ে জানিয়েছি তারা ঘটনার তদন্তে শুরু করেছে।