The land and land revenue department started the land survey to build the infrastructure of the sub-division.

সময় শিলিগুড়ি, ধূপগুড়িঃ মহকুমার পরিকাঠামো গড়তে জমি জরিপের কাজ শুরু করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর।মহকুমা আদালতের জন্য সরকারি জমি ও অর্ধ নির্মিত ভবন পরিদর্শনের পরের দিনই পরিকাঠামো গড়ে তোলার জন্য জমি জরিপের কাজ শুরু হয়ে গেল।মঙ্গলবার দুপুরে ধূপগুড়ি শহরের রেগুলেটেড মার্কেট সহ বিভিন্ন সরকারি অফিসের জায়গা পরিদর্শন করেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা।এরপরই জমি জরিপের কাজ শুরু হয়।

উল্লেখ্য ধূপগুড়িকে ইতিমধ্যে মহকুমা করার কথা ঘোষনা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মহকুমা ঘোষনা করার কথা ঘোষনা করলেই এখনও পর্যন্ত গেজেট বিজ্ঞপ্তি ও প্রকাশ করা হয়নি রাজ্য সরকারের তরফে।এদিকে উত্তরবঙ্গ সফরে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী।আগামী ১১ই ডিসেম্বর বানারহাটে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী।সভা থেকে ধূপগুড়ি মহকুমার গেজেট বিজ্ঞপ্তি ও প্রকাশ করা হবে সূত্র মারফত জানা যায়।ইতিমধ্যে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে ধূপগুড়ি মহকুমার কাঠামো গড়ে তোলার জন্য প্রতিনিয়ত চলছে প্রশাসনিক আধিকারিকদের পরিদর্শন।সোমবার জেলা জর্জ মহকুমা আদালতের জন্য জমি পরিদর্শন করেন।এরপরই এদিন সেচ ও জলসম্পদ দপ্তরের বিভিন্ন জায়গা জমি জরিপের কাজ করা হয়।

ধূপগুড়ি মহকুমার গড়ে তোলার কাজ যতই এগিয়ে চলছে ততই শহর জুড়ে খুশির হাওয়া বইতে শুরু করেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.